ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

পটুয়াখালী: বসুন্ধরা শুভসংঘ পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার উদ্যোগে প্রজনন স্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় কলেজের হোস্টেলের হল রুমে কলেজটির বসুন্ধরা শুভসংঘের সভাপতি আফরোজা আক্তারের সভাপতিত্বে প্রজনন স্বাস্থ্য বিষয়ে নারী শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, প্রজনন স্বাস্থ্য বলতে বুঝায় একটি সন্তোষজনক এবং নিরাপদ যৌনজীবন অর্জন করার সক্ষমতা। প্রজনন কখন ও কীভাবে করা উচিত তা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা প্রত্যেকের রয়েছে। এছাড়া যৌন প্রজনন সংশ্লিষ্ট ওষুধের উপযুক্ত স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো প্রাপ্তি ও গর্ভাবস্থায় এবং প্রসবের সময় নারীদের নিরাপত্তার জন্য দম্পতিদের একটি স্বাস্থ্যকর শিশু জন্ম দেওয়ার সবচেয়ে ভালো সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থায় প্রবেশাধিকার। অন্য দিকে আমাদের প্রেক্ষাপটে প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহীতারা অসমতার মুখোমুখি হন। আর্থ সামাজিক অবস্থান, শিক্ষার স্তর, বয়স, জাতি, ধর্ম এবং তাদের পরিবেশে উপলব্ধ সংস্থাগুলোর ওপর ভিত্তি করে বৈষম্যগুলো পরিবর্তিত হয়।  

আমাদের দেশের প্রেক্ষাপটে স্বল্প আয়ের ব্যক্তিদের উপযুক্ত স্বাস্থ্যসেবা প্রাপ্তি ও প্রজনন স্বাস্থ্যসেবা বজায় রাখার জন্য উপযুক্ত জ্ঞানের অভাব রয়েছে। এটি নারীদের আইনি অধিকার। তাই এসব প্রতিবন্ধকতা আমাদের কাটিয়ে উঠতে হবে। নারীদের হতে হবে আরও সচেতন। নারীরা সচেতন হলেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পটুয়াখালী সরকারি মহিলা কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আফরা তুলি, সহ দপ্তর সম্পাদক হিরা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করুনা আক্তার খায়রুন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক অথৈ ও সদস্য ফারজানা জোহরা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।