ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনার দুল ছিনিয়ে নিতে শিশুকে হত্যা, নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
সোনার দুল ছিনিয়ে নিতে শিশুকে হত্যা, নারী আটক

যশোর: যশোরের ঝিকরগাছায় কানে সোনার দুল ছিনিয়ে নিতে সাদিয়া খাতুন (১০) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  

মঙ্গলবার (১২ নভেম্বর) গভীর রাতে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের মাটিকোমরা গ্রামের হারুনের বাগান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাদিয়া মাটিকোমরা গ্রামের দক্ষিণপাড়ার বাবলুর রহমানের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চম্পা খাতুনকে পুলিশ আটক করেছে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে হঠাৎ নিখোঁজ হয় শিশু সাদিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা থানায় অভিযোগ করেন। এ সময় তিনি একই গ্রামের আনিছুদ্দিন মোড়লের মেয়ে চম্পা খাতুনের ওপর তাদের সন্দেহের কথা জানান। একপর্যায়ে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চম্পার বাড়িতে গিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার স্বীকারোক্তিতে বাড়ির পাশের হারুন অর রশিদের বাগান থেকে শিশু সাদিয়ার মরদেহ উদ্ধার করা হয়। তার পরনের গেঞ্জি দিয়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে তিনি স্বীকার করেছেন।

ঝিকরগাছা থানার ওসি আরও জানান, চম্পা প্যাথেড্রিনসহ নানা ধরনের মাদকে আসক্ত বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। নিহত শিশুর মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ