ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার কমিটি গঠন

ইউনিভার্সিটি করেস্পন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার কমিটি গঠন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলার কমিটি গঠন করা হয়েছে।

এতে রাফায়েতুল ইসলাম তমালকে আহবায়ক, মো. শাফায়েতকে সদস্য সচিব, কাজি ইয়াজুর রহমান বাবুকে মুখ্য সংগঠক এবং নুসরাত জাহানকে মুখপাত্র করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমম্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেল এই কমিটি অনুমোদন করেন।

এই কমিটিকে ৬ মাসের জন্য অনুমোদন করা হয়েছে।

কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আশরাফুল আলম জেনী, মো. শাকিব, হাসিবুর রহমান, শাহবাদ আঁখি খানম, নবাব মোল্যা, মো. তুহিন মোল্যা, যুগ্ম সদস্য সচিব হিসেবে আব্দুর রহমান মেহেদী, শুভ মোল্যা, আমিরুল ইসলাম, পরশ আহম্মেদ জয়, মেহেদী হাসান, বাধন মল্লিক ও সাইকা সিদ্দিকাকে পদায়ন করা হয়েছে।

এছাড়া সংগঠক হিসেবে ৩ জন এবং সদস্য হিসেবে ৩১ জনকে পদায়ন করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা কমিটি ঘোষণা করা হয়।

বাংলাদেশ: ২১১৬ ঘণ্টা,নভেম্বর ০৬, ২০২৪
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।