ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
যাত্রাবাড়ীতে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থেকে গুলি, ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের একটি টিম।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিষয়টি জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি বলেন, যাত্রাবাড়ীর সায়েদাবাদ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে ডিএমপির বিশেষায়িত ইউনিট সিটিটিসি।

সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, বুধবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে সায়েদাবাদের করাতিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে হানিফ ফ্লাইওভারের নিচে পিলার সংলগ্ন ময়লার ওপর থেকে এই অস্ত্র-গুলি উদ্ধার করে সিটিটিসির ইলিগ্যাল আর্মস অ্যান্ড ক্যানাইন টিম। উদ্ধার পিস্তলটি জার্মানির তৈরি .২২ বোরের এবং লুগার (Luger) ব্র্যান্ডের।  

এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এসসি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ