ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
চাঁদপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু প্রতীকী ছবি

চাঁদপুর: চাঁদপুর জেলা কারাগারে কামরুজ্জামান দেওয়ান (৫০) নামে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তাকে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান।

 

কামরুজ্জামান চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দী ইউনিয়নের সাকারি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।  

এদিকে কামরুজ্জামানের মৃত্যুর খবর শুনে পরিবারের লোকজন ছুটে আসেন হাসপাতালে। তারা জানান, কামরুজ্জামান ঢাকায় ব্যবসা করতেন। তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল না বলে দাবি পরিবারের।

চাঁদপুর জেরা কারাগারের জেল সুপার মুহাম্মদ মুনীর হোসাইন জানান, কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কামরুজ্জামান। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তার বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারে কাছে তার মরদেহ হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।