ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডোমারে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
ডোমারে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

নীলফামারী: নীলফামারীর ডোমারে ট্রেনের ধাক্কায় নুরুজ্জামান নুরু বসুনিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

নিহত নুরুজ্জামান নুরু বসুনিয়া স্টেশন বাজার এলাকার বাসিন্দা।

রোববার (২৫ আগস্ট) দুপুরে শহরের চিলাহাটি রেলওয়ে স্টেশনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নিহত নুরুজ্জামান দুপুরে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময়ে তিনি রেললাইনের পাশ দিকে হাঁটার সময়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন৷ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মাত্র এক মাসের ব্যবধারে সৈয়দপুর-চিলাহাটি রেললাইনে বেশ কয়েকটি এ ধরণের ঘটলো বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ