ঢাকা, মঙ্গলবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তারাগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা নারী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪
তারাগঞ্জে অটোরিকশায় ট্রাকের ধাক্কা নারী নিহত  প্রতীকী ছবি

নীলফামারী: সৈয়দপুর-রংপুর সড়কের তারাগঞ্জে ট্রাকের ধাক্কা মঞ্জিলা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী।

 

রোববার (১৮ আগস্ট)) সকাল ৮টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ পুরাতন চৌপথী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মঞ্জিলা তারাগঞ্জের হাড়িয়ারকুঠি ইউনিয়নের কুঠিয়ালপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।  

আহত নারীর নাম এসমোতারা বেগম (৩২)। তিনি মঞ্জিলার প্রতিবেশী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সৈয়দপুরের একটি জুট মিলে কাজ শেষে সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক তারাগঞ্জের পুরাতন চৌপথী এলাকায় এলে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মঞ্জিলার মৃত্যু হয়। আহত হন প্রতিবেশী এসমোতারা।  

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বলেন, সকালে ট্রাকে ধাক্কায় এক নারীর মৃত্যু হওয়ার কথা শুনেছি।  

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২৪ 
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ