ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিএনপি-ইসলামী দল আমাদের মন্দির-বাড়ি পাহারা দিয়েছে: সংখ্যালঘু নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
বিএনপি-ইসলামী দল আমাদের মন্দির-বাড়ি পাহারা দিয়েছে: সংখ্যালঘু নেতারা

পিরোজপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর পিরোজপুরে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হয়নি। উল্টো বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতাকর্মীরা এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমাদের মন্দির ও বাড়িঘর পাহারা দিয়েছেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পিরোজপুর জেলা আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভায় এ কথা বলেছেন জেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদসহ হিন্দু সম্প্রদায়ের একাধিক নেতারা।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেছেন গত ৫ আগস্টে দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের পর পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করলেও রাজনৈতিক নেতাকর্মী ও জনগণ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সচেষ্ট ছিলেন। পিরোজপুরে দায়িত্বরত সেনা বাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম, জেলা প্রশাসক জাহেদুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল ইসলাম সভায় উপস্থিত রাজনৈতিক নেতা, সুশীল সমাজসহ সবাইকে পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে এবং প্রশাসনকে সব ধরনের সহায়তার অনুরোধ করেন।

সভায় বক্তব্য দেন- এনএসআই এর জয়েন্ট ডাইরেক্টর আব্দুল কাদের, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক পান্নালাল, প্রেসক্লাব সভাপতি এসএম রেজাউল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক এসএম তানভীর আহমেদ, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম বাতেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা সভাপতি বাবুল হালদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিলিপ কুমার মাঝি, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দোলা গুহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।