ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এতিম শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এতিম শিশুদের নিয়ে বসুন্ধরা শুভসংঘের ফল উৎসব

বসুন্ধরা শুভসংঘ ফেনী শাখার উদ্যোগে এতিম শিশু ও মাদরাসা শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসবের আয়োজন করা হয়।

শনিবার (১৩ জুলাই) দুপুরে পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের আরামবাগে আবুল মামা কমপ্লেক্স নুরানি মাদরাসা ও এতিমখানায় ওই ফল উৎসব অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা শুভসংঘ জেলা কমিটির সভাপতি ফয়জুল হক বাপ্পির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকির সঞ্চালনায় বক্তব্য দেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক নুরুল আমিন বাচ্চু, ব্যবসায়ী ও সমাজকর্মী আনোয়ারুল ইসলাম, প্রবাসী আবদুর রহিম। এ সময় মাদরাসার শিক্ষক মোহাম্মদ হাসান আলী ছাড়াও শিক্ষার্থী, এতিম শিশু ও শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফল উৎসবে নানা জাতের আম, পেয়ারা, গাব, লটকন ইত্যাদি ফল দিয়ে শিশুদের আপ্যায়ন করা হয় এবং নিয়মিত দেশি ফল খাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।