ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রহ্মপুত্র নদে মিলল মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
ব্রহ্মপুত্র নদে মিলল মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় (৪৬) একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ শ্যামপুর আড্ডা এলাকায় ওই মরদেহ পাওয়া যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিহত ব্যক্তির নিম্নাঙ্গ অনাবৃত ছিল। গায়ে ছিল ডোরাকাটা গেঞ্জি। ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপর এখানে মরদেহ ফেলে গেছে। পরে কলাগাছিয়া নৌ-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনাস্থলে যাওয়া কামতাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) সাব্বির আহমেদ বলেন, দুপুরে শ্যামপুর আড্ডা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কয়েকজন পথচারী গন্ধ পান। পরে নদের কিনারায় পানিতে লাশটি ভেসে থাকতে দেখেন তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করার পর মরদেহ এখানে ফেলে গেছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এমআরপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।