ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কক্সবাজার সৈকত থেকে ৬০ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
কক্সবাজার সৈকত থেকে ৬০ রোহিঙ্গা আটক

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে ব অভিযান পরিচালনা করে ৬০ জন রোহিঙ্গাসহ ৭ বাসচালক ও সহকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে সৈকতের বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করে জেলা প্রশাসন।

এসময় চারটি বাস জব্দ করা হয়। উখিয়ার রোহিঙ্গা শিবির থেকে বাসে করে সৈকতে বেড়াতে আসে এসব রোহিঙ্গারা।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা জানিয়েছেন, রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বের হয়ে সমুদ্র সৈকতে আসতে না পারে; এজন্য জেলা প্রশাসন সার্বক্ষণিক তদারকিতে রয়েছে। যাদের আটক করা হয়েছে তাদের ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য এরইমধ্যে ক্যাম্প ইনচার্জের সাথে কথা বলা হয়েছে।  

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এসব রোহিঙ্গা উখিয়ার ১৫, ১, ৯ নম্বরসহ বিভিন্ন শিবির থেকে কক্সবাজার শহরে অনুপ্রবেশ করেছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ