ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে তোলারাম কলেজে ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, মে ৬, ২০২৪
নারায়ণগঞ্জে তোলারাম কলেজে ফিলিস্তিনের পতাকা নিয়ে পদযাত্রা

নারায়ণগঞ্জ: স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা, বিশ্বের বিভিন্ন স্থানে প্রতিবাদী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এবং ফিলিস্তিনের জনগণের সঙ্গে সংহতি জানিয়ে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে ফিলিস্তিনি পতাকা উত্তোলন, পদযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রলীগ।

সোমবার (০৬ মে) কলেজ প্রাঙ্গণে এ সমাবেশ ও পতাকা উত্তোলন করা হয়।

পরে কলেজ থেকে পদযাত্রা করা হয়।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ জানান, নারায়ণগঞ্জ ছাত্রলীগের অভিভাবক এ কে এম অয়ন ওসমানের সহযোগিতায় আমরা আমাদের কর্মসূচির অংশ হিসেবে সরকারি তোলারাম কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও সমাবেশ করেছি।

সমাবেশ ও পদযাত্রায় কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ