ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৪
খেলতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু মৃত শিশুর স্বজনের আহাজারি।

যশোর: যশোরের মনিরামপুরে বাড়ির পাশের পুকুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকুরিয়া ইউনিয়নের বারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো, উপজেলার বারপাড়া গ্রামের শহিদুল ইসলাম মাস্টারের মেয়ে সামিয়া (৪) ও ছেলে সাবিত (৩)।  

দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় বসু।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সামিয়া ও সাবিত দুই ভাই-বোন দুপুরে খেলতে বের হয়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজ শুরু করে। আশপাশের বাড়িতে সন্ধান না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে বসতঘরের পাশে পুকুরে তাদের নিথর দেহ ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তাদের উদ্ধার করে নিকটস্থ চিকিৎসাকেন্দ্রে নিলে ডা. আজিজুর রহমান দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩২০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৪
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।