ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে: জি এম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আন্তর্জাতিক মানদণ্ডে শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে: জি এম কাদের

নীলফামারী: দেশের শিক্ষা খাতে অবকাঠামোগত যথেষ্ট উন্নয়ন হলেও শিক্ষার মান বাড়ছে না। আন্তর্জাতিক মানদণ্ডে দেশের শিক্ষা ব্যবস্থা অনেক পিছিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

 

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

জিএম কাদের বলেন, আমাদের শিক্ষার্থীরা স্কুল কলেজে পড়াশোনা করে সার্টিফিকেট অর্জন করছে ঠিকই কিন্তু যাচাই-বাছাই করলে সার্টিফিকেটের সঙ্গে সেই জ্ঞানের মিল পাওয়া যায় না। আবার ডিগ্রি অর্জন করলেও, তারা সঠিকভাবে মানুষ হয়ে উঠছে না।  

সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে জিএম কাদের বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও প্রশাসনের ছত্র ছায়ায় সরকার দলীয় ছাত্র নেতারা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তবে আগামীতে শিক্ষার মান বাড়ানোসহ শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে সরকারের প্রতি দাবি তোলা হবে বলেও জানান তিনি।

মিয়ানমার আর্মির সঙ্গে আরাকান আর্মির চলমান যুদ্ধে বাংলাদেশে নতুন সমস্যার সূচনা হয়েছে, আমরা এ বিষয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তবে শিগগিরই এই সমস্যার সমাধান হবে এবং হঠাৎ করে বিপদে পরা বাংলাদেশ বিপদমুক্ত হবে বলে প্রত্যাশা করেন তিনি।  

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর জাপার কার্যালয়ে জেলা ও মহানগর দলের কর্মী সভায় যোগদানের পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাপা সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।