ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহাদেবপুরে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
মহাদেবপুরে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু  প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে ছাদ থেকে পড়ে ছায়া বালা (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে উপজেলার সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ছায়া বালা ৭ নম্বর সফাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের প্রয়াত খরগেশ্বর ওরফে খোকার স্ত্রী।

নিহতের স্বজন অরবিন্দু মণ্ডল জানান, বিকেলে তার বড় বোনের জা' ছায়া বালা শুকনো কাপড় তোলার জন্য ছাদে উঠেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ছাদ থেকে পড়ে যান। এতে তার শরীরের দুই জায়গায় ভেঙে যায়। এরপর তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে নওগাঁ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, এ বিষয়ে অবগত নন। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ