ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বর্ণিল আতশবাজিতে নারায়ণগঞ্জবাসীর বর্ষবরণ, স্বাগত ২০২৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৪
বর্ণিল আতশবাজিতে নারায়ণগঞ্জবাসীর বর্ষবরণ, স্বাগত ২০২৪

নারায়ণগঞ্জ: ঘড়ির কাঁটায় ১২টা ১ মিনিট বাজতেই একের পর এক আতশবাজি ও ফানুসের আলোয় বর্ণিল হয়ে ওঠে আকাশ। আতশবাজির আলোয় রাতের আঁধার কাটিয়ে আলো ছড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে নারায়ণগঞ্জবাসী।

রোববার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জের আকাশে বর্ণিল আতশবাজি ও ফানুস উড়িয়ে নগরবাসী ২০২৩ সালকে বিদায় দিয়ে নতুন বছর ২০২৪ সালকে স্বাগত জানায়।

এদিকে ১২টার পর শহরের প্রায় প্রতিটি এলাকার বাড়ির ছাদ থেকে এবং শহরের উঁচু উঁচু রেস্টুরেন্ট থেকে আতশবাজি করে বর্ষবরণ করতে দেখা গেছে। বিভিন্ন ছাদে বার বি কিউ আয়োজন ও আলোকসজ্জাও করতে দেখা গেছে।  

রাত ১২টার আগে থেকেই শহরের প্রায় প্রতিটি ছাদে দেখা যায় মানুষকে বর্ষবরণের জন্য অপেক্ষা করতে। ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে  একসঙ্গে আতশবাজির এবং ''হ্যাপি নিউ ইয়ার'' শব্দে বর্ষবরণ করে শহরবাসী।

বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৪
এমআরপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।