ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হোসেনপুরে মা ও দুই মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
হোসেনপুরে মা ও দুই মেয়ের মৃত্যুর ঘটনায় মামলা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মা ও দুই মেয়ের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।  

মঙ্গলবার (১৪ নভেম্বরা) রাতে নিহত তাছলিমা আক্তারের ভাই কবিরুল ইসলাম নয়ন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হোসেনপুর থানায় মামলাটি দায়ের করেন।

 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, মরদেহগুলো দেখে স্বাভাবিক মনে হয়নি। সিআইডি ও পিবিআই ফরেনসিক বিষয়গুলো দেখছেন। হত্যাকাণ্ড ধরেই পুলিশ কাজ করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত কারণ জানা যাবে।  

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় মা ও তার দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ ঘরের বিছানা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।  

মৃতরা হলেন-উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাছলিমা আক্তার (৩৫) এবং তার দুই মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)।  

** হোসেনপুরে মা ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু 

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।