ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য: সুপ্রদীপ চাকমা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪
লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য: সুপ্রদীপ চাকমা সুপ্রদীপ চাকমা

ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে।  

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বৌদ্ধ যুব পরিষদের ৫৮তম বর্ষপূর্তি ও শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের টিকে থাকতে হবে। দেশকে রূপান্তর করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই।

সাম্য ও মৈত্রীর প্রতীক হয়ে বিশ্বে বাংলাদেশ যেন তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন সুপ্রদীপ চাকমা।  

এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া, ঔপন্যাসিক হরিশংকর জলদাস, ডাক্তার এমকে সরকার ও ড. সুমন বড়ুয়া বক্তব্য রাখেন।  

এ সময় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্মানিত অতিথি রঞ্জন বড়ুয়া, রূপায়ণ কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া ও বাসাবো কমলাপুরের প্রকৌশলী মিহির বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৪ 
এসকে/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।