ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁ-৩ আসনের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
নওগাঁ-৩ আসনের সাবেক এমপি আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন

নওগাঁ: নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আকরাম হোসেন চৌধুরী মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (১৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম হোসেন চৌধুরীর ব্যক্তিগত সহকারী আলাল হোসাইন।

আলাল জানান, দুপুরে নওগাঁ শহরের উকিল পাড়ার নিজ বাসায় বাথরুম থেকে রুমে যাওয়ার সময় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে পরিবার লোকজন ডাক্তারকে খবর দেয়। ডাক্তার এসে তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, সোমবার বিকেলে উনার মরদেহ বদলগাছী উপজেলার চাকরাইলের নিজ গ্রামে নেওয়া হবে। সেখানে তার জানাজার নামাজ আদায় করা হবে। তবে কখন উনাকে দাফন করা হবে তা জানা যায়নি।  

জানা গেছে, তার ছেলে দেশের বাহিরে অবস্থান করছেন। পরে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেবে তার পরিবার।  

এদিকে প্রিয় নেতার হঠাৎ মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তার সহকর্মী ও নেতাকর্মীরা। মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই বিভিন্ন জায়গায় থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন তার বাসায়।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩

এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।