ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাগুরায় হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ঝামা নৌকাবাইচ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
মাগুরায় হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ঝামা  নৌকাবাইচ

মাগুরা: চড়ন্দারে ঘণ্টার ঢং ঢং আওয়াজের তালে তাল মিলিয়ে বাইচারাও বইঠা টানছে হেলে দুলে। দুর্গা উৎসবের বিজয় দশমীর পরদিন প্রতি বছরের মতো এবারও মাগুরা মধুমতি নদীতে হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী ঝামা নৌকাবাইচ প্রতিযোগিতা।

মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে ঝামা বাজার এলাকায় মধুমতি নদীর নৌকাবাইচ দেখতে হাজার মানুষের ঢল নামে। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ উপলক্ষে বসে গ্রামীনমেলা। যা ওই অঞ্চলে ‘ঝামার মেলা’ নামে বেশ খ্যাতি রয়েছে।

এ বছর নৌকাবাইচ প্রতিযোগিতায় মহম্মদপুর আতর আলীর নৌকা প্রথম স্থান দখল করে জিতে নেয় ১০ হাজার টাকার চেক। মো. কামরুল মিয়া নড়াইল দ্বিতীয় স্থান দখল করে জিতে নেয় ৮ হাজার টাকার চেক। মো. আতিয়ার মোল্যার নৌকা তৃতীয় স্থান দখল করে জিতে নেয় তিন হাজার টাকার চেক। এ ছাড়া ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় মোট ৬টি নৌকা অংশ নেয়।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ঝামা বাজার মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হয়।

মহম্মদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেবী নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ড. শ্রী বীরেন শিকদার। সন্ধ্যায় তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  

বিশেষ অতিথি ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল, মহম্মদপুর থানার ইনর্চাজ বোরহানউল ইসলাম, বিল্পব রেজা বিকো, অ্যাডভোকেট আব্দুল মান্নান, মোস্তাফা কামাল সিদ্দিকী লিটন, সুজন শিকদার, সাজ্জাদুল ইসলাম সাগর, পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের এম রেজাউল করিম চুন্নুসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ