ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিষেধাজ্ঞার প্রথম দিনেই ২ জেলের এক বছর করে কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
নিষেধাজ্ঞার প্রথম দিনেই ২ জেলের এক বছর করে কারাদণ্ড

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় মা ইলিশ শিকারের প্রথম দিনে দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাল ফেলায় তাদের কারাদণ্ড দেওয়া হয়।

মুলাদী উপজেলার নাজিরপুর নৌ-পুলিশ ষ্টেশনের পরিদর্শক প্রদীপ কুমার মিত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিজামউদ্দিন এ কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলে জানান তিনি।

নিষেধাজ্ঞার শুরুর দিনে এটিই প্রথম কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস।

সাজাপ্রাপ্ত দুই জেলে হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার মলুহার এলাকার আব্দুল মজিদ বেপারীর ছেলে মো. ছালাম (৫৫) ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৫০)।

পরিদর্শক প্রদীপ জানান, দুপুরে মুলাদীর আড়িয়াল খাঁ নদীতে উপজেলা মৎস্য অফিস ও নৌ-পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় নদী থেকে দুই জেলেকে হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম মো. নিজামউদ্দিন দুই জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন।

মুলাদী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন জানান, আড়িয়াল খা নদীর রামারপোল এলাকায় নদীতে জাল ফেলে ডিঙ্গি নৌকা নিয়ে অবস্থান করছিল ওই দুই জেলে। এ সময় অভিযান পরিচালনা করে প্রায় এক হাজার মিটার কারেন্ট জালসহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, নিষেধাজ্ঞার পরে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত এক বছর করে কারাদণ্ড দিয়েছেন। এছাড়া জালগুলো জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।

মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, বরিশাল জেলায় প্রথম দুইজনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০২৩
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।