ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
নরসিংদীতে মহাসড়কে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত

নরসিংদী: নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কের পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১২ অক্টোবর) ভোরে শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এবং সকালে বেলাব উপজেলার নারায়ণপুর এলাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে খাদেমুল (২৭) নামে মোটরসাইকেল আরোহীর পরিচয় পাওয়া গেছে। তিনি ঢাকার মিরপুরের কালশী এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেল গ্যারেজের ব্যবসা করতেন। বাকি দুইজনের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, খাদেমুলসহ কয়েকজন বন্ধু মোটরসাইকেলে করে সুনামগঞ্জে ঘুরতে গিয়েছিলেন। তারা ঘোরাঘুরি শেষে গতকাল রাতে ঢাকায় ফিরছিলেন। খাদেমুল ভোর ৪টায় ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার সৃষ্টিগড় এলাকায় পৌঁছালে সড়কের গর্তে মোটরসাইকেলের চাকা পড়লে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সারোয়ার হোসেন বলেন, আমরা কয়েক বন্ধু মিলে ঘুরতে গেছিলাম। রাতে আমরা ভৈরবে যাত্রা বিরতি দিয়ে খাবার খাই। পরে আবার ঢাকার উদ্দেশে রওনা দেই। খাদেমুল আমাদের সামনে ছিল। সৃষ্টিগড় এলাকায় মানুষের জটলা দেখে নেমে দেখি খাদেমুল রাস্তায় পড়ে আছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এদিকে সকালে ইটাখলা থেকে একটি ট্রাক ও কাভার্ডভ্যান ভৈরবের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের বেলাব উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ডে পৌঁছে সজোরে সামনে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার মারা যান।  

এ ঘটনার পরে ট্রাকটি পালিয়ে যায়। পরে খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ থানায় নিয়ে যায়।

ইটাখলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, আমরা ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, আমরা দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তাদের পরিচয় উদ্ধারে কাজ চলছে।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ