ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে পেঁয়াজের ২ আড়তকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
ফরিদপুরে পেঁয়াজের ২ আড়তকে জরিমানা

ফরিদপুর: সরকারের নির্ধারিত মূল্য বাস্তবায়নে ফরিদপুরে পেঁয়াজের হাটে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা সদরের কানাইপুর ও নালারমোড় হাটে এ অভিযান চালানো হয়।

 

এসময় সরকার নির্ধারিত দামে পেঁয়াজ ক্রয়-বিক্রয় না করা, পাকা ক্রয়-বিক্রয় রসিদ না থাকা ও মূল্য তালিকা না থাকায় দুটি পেঁয়াজের আড়তকে জরিমানা করা হয়।

জরিমানা করা মেসার্স কামাল এন্টারপ্রাইজকে এক হাজার টাকা এবং মেসার্স রতন ট্রেডার্সকে এক হাজার টাকাসহ মোট দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ