ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক বরখাস্ত 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩
যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক বরখাস্ত 

ঢাকা: ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে শিক্ষক আবু সুফিয়ানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।  

বুধবার রাতে পরিচালনা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

তিনি জানান, তদন্ত কমিটির সুপারিশের আলোকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার থেকে তা কার্যকর হবে।  ভুক্তভোগী ছাত্রীর বাবা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতির কাছে লিখেত অভিযোগ দিয়েছিলেন।

এরআগে ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং ওই শিক্ষককে ক্লোজড করা হয়েছিল।  লিখিত অভিযোগে ছাত্রীর বাবা উল্লেখ করেন, তার মেয়েকে প্রাইভেট পড়াতেন শিক্ষক আবু সুফিয়ান। তিনি প্রায় সময়ে অশালীন মেসেজ পাঠাতেন। যা সম্মানহানিকর।

গত ৩১ আগস্ট প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামের কাছে লিখিত অভিযোগ দেন ওই ছাত্রীর বাবা।

 

বাংলাদেশ সময়: ০৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৩

এমআইএইচ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ