ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবাকে খুন করে পালালেন ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
বাবাকে খুন করে পালালেন ছেলে প্রতীকী ছবি

মাদারীপুর: মাদারীপুরে মাদকাসক্ত ছেলের দায়ের কোপে বাবা খুন হয়েছেন।  

সোমবার (২১ আগস্ট) বেলা ১১ টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম দলিল বয়রা (৬৫)। তিনি সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মিয়ারচর গ্রামের বাসিন্দা।

ঘাতক ছেলের নাম ইউসুফ(৩৮)। নিজের বাবাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছেন তিনি।

জানা গেছে, দীর্ঘদিন থেকেই মাদকাসক্ত ইউসুফ। নেশায় ডুবে থাকেন তিনি। সোমবার সকালে হঠাৎ করেই উত্তেজিত হয়ে ইউসুফ তার বাবা দলিল বয়রাকে দা দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা আহত দলিলকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক শাওলীন আফরোজ জানান, ‘গুরুতর আহত অবস্থায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন। ’

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন,‘বিষয়টি জেনেছি। ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত পলাতক রয়েছেন।  তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ’

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ২১, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ