ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় ১৫ আগস্ট ও ফজলে রাব্বির স্মরণে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
গাইবান্ধায় ১৫ আগস্ট ও ফজলে রাব্বির স্মরণে দোয়া মাহফিল

গাইবান্ধা: স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও ১৫ আগস্টের সকল শহিদ এবং প্রয়াত ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বির স্মরণে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বাদ জুমা গাইবান্ধার সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের আরিফ রাব্বি পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধা পুলিশ সুপার মো. কামাল হোসেন।  

অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন গাইবান্ধা-০৫ আসনের সাতবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলে রাব্বির মেয়ে এবং ফুলছড়ি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ