ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পলাশে অবৈধ করাতকলে অভিযান, ৩ মালিকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
পলাশে অবৈধ করাতকলে অভিযান,  ৩ মালিকের জরিমানা

নরসিংদী: নরসিংদীর পলাশে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে তিনটি অবৈধ করাতকলের মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।

এসময় প্রসিকিউশন দাখিলকারী পলাশ উপজেলা বন বিভাগের কর্মকর্তা আমিরুল হাসান সার্বিক সহযোগিতা করেন।

অভিযানে তিনটি করাতকলের লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় পৌর এলাকার ভাগ্যেরপাড়ার কাইয়ুম, কামাল ও আব্দুল কাদিরকে করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২ অনুযায়ী মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এমন অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ৩, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ