ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
খুলনায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় আহত হয়েছেন ২১ জন।

শনিবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ডুমুরিয়ার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ডুমুরিয়ার মেছাঘোনায় সাতক্ষীরাগামী বাস ও খুলনাগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ সময় দুজন বাসযাত্রী নিহত হন। এদের মধ্যে একজন পুরুষ ও মহিলা।

ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ২১ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
এমআরএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।