ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের অবস্থান

ঢাকা: সমাবেশ সামনে রেখে নেতাকর্মীদের ওপর ধরপাকড় চলছে বলে অভিযোগ করেছে বিএনপি। তবে পুলিশ বলছে, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

বুধবার (২৬ জুলাই) রাত থেকে রাজধানীজুড়ে তল্লাশি চালায় পুলিশ। রাতভর অভিযানে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আটক করা হয়।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি মিডওয়ে হোটেল থেকেই দলটির ৫০ জনের বেশি নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলটিন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সমাবেশ সামনে রেখে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। তবে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

পুলিশ সূত্র জানায়, বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ডিএমপি ডিবি মতিঝিল বিভাগ নয়াপল্টনে হোটেল মিডওয়েতে অভিযান চালায়। এ সময় অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ওই হোটেলে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ মহাসমাবেশে যোগ দিতে আসা হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিএনপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য হোটেল, মেস ও বাসাবাড়িতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। প্রতিনিয়ত আমরা গ্রেপ্তারের খবর পাচ্ছি। এখন পর্যন্ত গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। তবে হাজার ছাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।