ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাইক আরোহী নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালীতে শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের ধাক্কায় শাহিন মিয়া (৩৩) ও ইকরামুল হক (৩৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১২ জুলাই) দুপুর ১২টার সময় কুমারখালী উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক সড়কের আলাউদ্দিননগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌর এলাকার ঝাঝড়াপুর এলাকার শামসুল আলমের ছেলে এবং ইকরামুল হক পার্শ্ববর্তী নাসতীপুর এলাকার সালাম খাজলীর ছেলে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবব্রত রায় জানান, দুপুর ১২টার সময় মোটরসাইকেলে করে দুই ব্যক্তি রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। পথে আলাউদ্দিননগর মোড়ে একটি নসিমন সামনে থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমনের চাকার নিচে পড়ে একজন নিহত হন। অপরজনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।