ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সহযোগীসহ মোটরসাইকেল চোর চক্রের হোতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
সহযোগীসহ মোটরসাইকেল চোর চক্রের হোতা আটক

ঢাকা: সংঘবদ্ধ মোটরসাইকেল চোরচক্রের মূলহোতা হেমায়েত উল্লাহ শাওন (২০) ও তার প্রধান সহযোগী মেহেদি হাসান প্রান্তকে (২০) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৩। শুক্রবার (২৬ মে) দিনগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময়আটক ব্যক্তিদের কাছ থেকে ১টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে নিজ হেফাজতে রেখে অন্যত্র বিক্রি করতেন। এসব চোরাই মোটরসাইকেল বিভিন্ন অপরাধমূলক কাজেও ব্যবহৃত হতো।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
পিএম/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।