ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় খাস পুকুরে মাছ ধরাকে কেন্দ্র দুপক্ষের মধ্যে সংঘর্ষে জামাল উদ্দিন প্রামাণিক (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।  

রোববার (২৩ এপ্রিল) সকালে উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত জামাল ওই গ্রামের মোছাব্বের প্রামাণিকের ছেলে। আহতদের মধ্যে রেজাউল করিম, দুলাল প্রামাণিক, শাহ আলম প্রামাণিক, মানিক প্রামাণিক, বরাত প্রামাণিক, জুলমত ও তাহেলকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মোশারফ হোসেন ও মুকুল হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

মোহনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ মক্কা জানান, দত্তপাড়া এলংজানি গ্রামে খাস পুকুরের দখল নিয়ে মোতালেব প্রামাণিক গ্রুপ ও ঠাণ্ডু মোল্লা গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে সকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খাস পুকুরটি মোতালেব প্রামাণিক গ্রুপের দখলে ছিল। তারা মাছ চাষ করে নিজেরা নিতেন এবং স্থানীয় মসজিদে দিতেন। অপরদিকে মোল্লা গ্রুপের ঠাণ্ডু মোল্লা ও রুহুল মোল্লা পুকুরটি নিজেদের দাবি করছিলেন। সকালে মোল্লা গ্রুপের লোকজন পূর্ব প্রস্তুতি নিয়ে পুকুরে মাছ ধরতে আসেন। খবর পেয়ে প্রামাণিক গ্রুপের লোকজন এগিয়ে গিয়ে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং প্রতিপক্ষের ধারালো ফলার আঘাতে ঘটনাস্থলেই মারা যান জামাল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ