ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তান বাজার কলোনিতে আগুনে দগ্ধ ৭

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
কাপ্তান বাজার কলোনিতে আগুনে দগ্ধ ৭ ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর কাপ্তানবাজারে জয়কালী মন্দির এলাকায় সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে দগ্ধ হয়েছেন ৭ জন।

তাদেরকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৭ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে তাদেরকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

দগ্ধরা হলেন - রাজু বসাক (৩৬), তার মা কান্তা রানী (৬০), গীতারানী দে (৬৫), শান্তি রানী (২৭)  আফজাল( ৫২), কৃষ্ণ (৭) এবং লক্ষ্মণ (৩)

রাজুর ভাইয়ের ছেলে শিবা জানান, তারা সুইপারের কাজ করেন। থাকেন কলোনিতে। ভোরে আগুন লাগার পর তারা দগ্ধ হন। কি থেকে আগুন লেগেছে তা জানাতে পারেননি তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, রাজু বসাকের ১০ শতাংশ, কান্তারানীর ১০ শতাংশ, গীতারানী দের ১ শতাংশ, আফজালের ১০ শতাংশ, কৃষ্ণের ৭ শতাংশ, শান্তি রানীর ১০ শতাংশ, ও লক্ষ্মণের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।

বাচ্চু মিয়া আরও জানান, এর মধ্যে কৃষ্ণ (৭) শান্তি রানী (২৭) লক্ষ্মণকে (৩) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।  বাকি চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে।

এরআগে রোববার (২৬ মার্চ) দিনগত রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এজেডএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।