ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ সেরা তিন বোন

খোরশেদ আলম সাগর, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশ সেরা তিন বোন

লালমনিরহাট: পৃথক প্রতিযোগিতায় দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে লালমনিরহাটের তিন বোন।

এরা হলো- লালমনিরহাটের আদিতমারী উপজেলা সদরের বসিনটারী এলাকার ফখরুল আজম সিপন ও জান্নাত আরা পারভীন দম্পতির মেয়ে ফারিহা আজম শিফা, ফাবিহা আজম শিন ও ফাহিমা আজম শাকী।

তাদের বাবা ফখরুল আজম শিপন উপ সহকারী কৃষি কর্মকর্তা ও মা জান্নাত আরা পারভীন ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তাদের মধ্যে ফারিহা আজম শিফা সবার বড়। সে সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। মেঝ ফাবিহা আজম শিন ভাদাই জিএস মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি এবং ছোট ফাহিমা আজম শাকী একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, ফখরুল আজম সিপন ও জান্নাত আরা পারভীন দম্পতির সংসারে তিন মেয়ের সবাই অত্যন্ত মেধাবী। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করে ইতোমধ্যে জেলা ও বিভাগে আলোচনার ঝড় তুলে দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করেছে।

তাদের মধ্যে বড় ফারিহা আজম শিফা বেগম রোকেয়া দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা ২০২২ এ গার্ল ইন স্কাউট গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে। একই প্রতিযোগিতায় গার্ল ইন কাব গ্রুপে চিত্রাংকনে প্রথম হয়েছে ছোট বোন ফাহিমা আজম শাকী। এছাড়াও দুই বোনই চলমান জাতীয় মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৩ এ চিত্রাংকনে অঞ্চল সেরা হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে তাদের। এ প্রতিযোগিতায়ও দুই বোন দেশ সেরা হওয়া আশা।

মেঝ বোন ফাবিহা আজম শিন জাতীয় মেধা অন্বেষণ ২০২২ এ ক্বেরাত পাঠ গ্রুপে প্রথম হয়েছে। একই প্রতিযোগিতায় চলতি বছর ২০২৩ এ আবৃত্তিতে অঞ্চলে দ্বিতীয় হয় সে। এছাড়াও চলমান জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ তিনটি ইভেন্টে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে অঞ্চলে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। ইভেন্টগুলো হলো একক অভিনয়, আবৃত্তি ও শ্রেষ্ঠ কাব শিশু।

বড় বোন ফারিহা আজম শিফা বলে, জীবনে বড় স্বপ্ন ছিল দেশ সেরা হয়ে রাস্ট্রপতি বা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার ও সদন গ্রহনের। মহান আল্লাহর রহমতে তিন বোনই দেশ সেরা হয়েছি। এখন স্বপ্ন রাস্ট্রপতি বা প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করা। আশা করি সে স্বপ্নও একদিন পূরণ হবে।

ফখরুল আজম সিপন ও জান্নাত আরা পারভীন দম্পতির তিন মেয়ের প্রশংসায় ভাসছে গোটা জেলা। এ দম্পতিকে গর্বিত পিতা-মাতা হিসেবেই ডাকতে শুরু করেছেন স্থানীয়রা।

মেয়েদের কৃতিত্বের বিষয়ে বাবা ফখরুল আজম সিপন ও মা জান্নাত আরা পারভীন বলেন, আমাদের কোনো ছেলে সন্তান নেই। তিন মেয়েই আমাদের সম্পত্তি। তাদের সাফল্য আমাদের গর্বিত করেছে। ছোট বেলা থেকেই যেকোন প্রতিযোগিতায় তারা অংশগ্রহন করত। তাদের স্বপ্ন ছিল দেশ সেরা হওয়ার গৌরব অর্জন করা। তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। সন্তানদের উত্তরোত্তর সাফল্যের জন্য সবার কাছে দোয়া চান তারা।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জি আর সারোয়ার বলেন, তাদের তিন বোনের কৃতিত্বে শুধু জেলাবাসীই নয় গোটা রংপুর বিভাগের মানুষ আমরা গর্বিত। তাদের এ সাফল্য ধরে রাখতে সব ধরনের সহযোগিতা উপজেলা পরিষদ করে আসছে আগামী দিনেও অব্যাহত থাকবে। তাদের আরও সাফল্য কামনা করি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।