ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এসিল্যান্ডের গাড়ি দেখেই বরযাত্রীর ভোঁদৌড়!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এসিল্যান্ডের গাড়ি দেখেই বরযাত্রীর ভোঁদৌড়!

ফেনী: সহকারী কমিশিনারের (ভূমি) গাড়ি দেখে পালালেন বর। বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ১৫ বছরের কিশোরী।

আর মুচলেকা দিয়ে পার পেলেন তার পিতা-মাতা।

রোববার (৫ মার্চ) দুপুরে এমনই ঘটনা ঘটে ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নে।  

পুলিশ, এলাকাবাসী ও সহকারী কমিশিনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, চরদরবেশ ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের (২৬) বিয়ের দিনক্ষণ ঠিক হয় রোববার (৫ মার্চ) দুপুরে।  

যথাসময়ে বরও এসেছেন বিয়ে করতে। বিয়ের প্রস্তুতিও চলছে। এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী।  

তার গাড়ি দেখেই বরসহ বরযাত্রী সবাই দৌঁড়ে পালিয়ে যান। আর বাল্যবিবাহ থেকে রক্ষা পায় ওই কিশোরী। তার পিতা-মাতার কাছ থেকে ১৮ বছরের পূর্বে মেয়ের বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এসময় সোনাগাজী মডেল থানার এসআই সাঈদুর রহমান বিপিএম, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।  

সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
এসএইচডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।