ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্টনে দুই ভবনের মাঝে বিদ্যুতের তারে আগুন, নেভালো ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
পল্টনে দুই ভবনের মাঝে বিদ্যুতের তারে আগুন, নেভালো ফায়ার সার্ভিস

ঢাকা: রাজধানীর পল্টন এলাকায় বৈদ্যুতিক তারে লাগা আগুন নিভিয়েছে ফায়ার সার্ভিস সদস্যরা। আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চারটি ইউনিট পাঠিয়েছিল ফায়ার সার্ভিস।

শনিবার (৪ মার্চ) বেলা ১১ টা ২৫ মিনিটে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর তারা ১১টা ৪০ মিনিটে আগুন নেভাতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এই তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর পল্টন আজাদ সেন্টার ও আরেকটি ভবনের মাঝে বৈদ্যুতিক তারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়ে আগুন নেভানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।