ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানী কড়াইল বস্তির বেলতলা নামক স্থানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করে বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

তবে সেখানে ফায়ার সার্ভিসের সদস্যরা এখন ড্যাম্পিংয়ের কাজ করছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দফতর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান সিকদার।

তিনি জানান, বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধাপে ধাপে সর্বশেষ নয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদস্যরা ড্যাম্পিংয়ের কাজ করছে। হতাহতের সংবাদ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত জানা যাবে।

এর আগে বিকেল সাড়ে ৪টায় বনানী কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। প্রথমে দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করলেও পরে আরও সাতটি ইউনিট পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এজেডএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ