ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্টনে সড়ক দুর্ঘটনায় আহত সেই নারী আ. লীগ কর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
পল্টনে সড়ক দুর্ঘটনায় আহত সেই নারী আ. লীগ কর্মীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: পল্টনে বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব প্রান্তে সিএনজির ধাক্কায় আহত হওয়া অনিতা বিশ্বাস (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারি একটি সিএনজির ধাক্কায় প্রথমে ওই নারী আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান। নিহত নারী আওয়ামী লীগের কর্মী ছিলেন।

তিনি বলেন, নিহত নারীর স্বামীর নাম অমূল্য বিশ্বাস। তারা রাজধানী গোলাপবাগ এলাকায় থাকতেন।  মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে সড়ক আইনে একটি মামলা করেছে। সেই মামলায় সিএনজি চালক মামুন কাজী বর্তমানে কারাগারে আছেন।

ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।