ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ৩ দিনব্যাপী বন্ধু মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
টাঙ্গাইলে ৩ দিনব্যাপী বন্ধু মেলা শুরু

টাঙ্গাইল: গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলার মধ্যদিয়ে টাঙ্গাইলে তিন দিনব্যাপী বন্ধু মেলা শুরু হয়েছে।  

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) আয়োজনে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের বড়রিয়া বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

 

বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাজিম উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের (বন্ধু) প্রতিষ্ঠাতা মো. খালেকুজ্জামান।  

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পচিালক জমির উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোমানা আক্তার।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃতিকার টিটো মুন্সি। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন (বন্ধু) এর জোনাল ম্যানেজার মাহবুব হোসেন, এজিএম বুলমাজুন বুলবুল ও নাজমুল আহমেদ।

এ মেলায় বই, নার্সারী, মৃৎ ও কুটির শিল্প, জৈব সার ও কৃষি বিষয়ে ২২টি স্টল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ