ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এক আসামির ফাঁসি কার্যকর 

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে।  

রোববার (২২ জানুয়ারি) রাত ১০টার দিকে ওই আসামির ফাঁসি কার্যকর করে কারা কর্তৃপক্ষ।

 

যার ফাঁসি কার্যকর হয়েছে তিনি হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার লালনগর এলাকার খায়ের উদ্দিনের ছেলে শুক্কুর (৩৯)।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৪ সালে কুষ্টিয়ার দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় শুক্কুরকে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। পরে তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। কিন্তু রাষ্ট্রপতি প্রাণ ভিক্ষার আবেদন না-মঞ্জুর করেন। পরে আদালতের আদেশে শুক্কুরের ফাঁসি কার্যকর করা হয়েছে। ২০১৮ সালে তাকে এ কারাগারে স্থানান্তর করা হয়।  

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩২০, জানুয়ারি ২২, ২০২৩ 
আরএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ