ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আড়াইহাজারে অস্ত্রসহ ৮ ডাকাত আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ আট ডাকাতকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

 

এর আগে বুধবার (১১ জানুয়ারি) রাতে আড়াইহাজারের বামুনদিয়া খেজুরতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোজাম্মেল পার্কের ভেতর পরিত্যক্ত ঘরের পশ্চিম পাশে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- ডাকাত সর্দার সোনারগাঁয়ের মান্দারপাড়ার শুকুর আলীর ছেলে সুজন মিয়া (২৫), আব্দুল সালেকের ছেলে আব্দুল হাই (৩৫), আড়াউহাজারের বরইপাড়ার হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৫), সোনারগাঁয়ের চেংগাকান্দির সজলের ছেলে ইমরান ইমন (২২), মসলন্দপুরের জামানের ছেলে আল আমিন (২৪), বিষনন্দির ওসমান গণির ছেলে নুর ইসলাম (৩৮), মসলন্দপুরের খাদেম আলীর ছেলে বকুল (৩২) ও চেংগাকান্দির তাজউদ্দিনের ছেলে ফয়সাল (২০)।  

এ সময় আটকদের কাছ থেকে একটি রামদা, তিনটি হাসুয়া, একটি ছোড়া, একটি শাবল, দুটি জি আই পাইপ, নগদ ৫ হাজার ৯২০ টাকা, সাতটি মোবাইল ও ১০টি সিম উদ্ধার করা হয়।

আটকদের নামে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ