ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শরীয়তপুরে শীর্তাতদের মধ্যে যুবলীগের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
শরীয়তপুরে শীর্তাতদের মধ্যে যুবলীগের কম্বল বিতরণ

শরীয়তপুর: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খানের নির্দেশে শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের উদ্যোগে অসহায় ৪০০ জন শীতার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল (শীতবস্ত্র) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে জেলা শহরের চৌরঙ্গীর মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।

শরীয়তপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন দিপু মিয়ার নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক হোসেন সরদার, সহ-সভাপতি ফরহাদ খান, সাংগঠনিক সম্পাদক আয়নাল ফকির, প্রচার ও প্রকাশনা সম্পাদক লিটন বেপারী, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু প্রমুখ।
 
বিল্লাল হোসেন দিপু মিয়া বলেন, প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মানবিক যুবলীগের প্রবক্তা কেন্দ্রীয় যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা অনুযায়ী যুবলীগ সারাদেশে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় শরীয়তপুর সদর উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে শেখ হাসিনার উপহার হিসেবে (কম্বল) শীতবস্ত্র বিতরণ করছি।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।