ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেন্দ্রীয় আ. লীগের সদস্য হওয়ায় এমপি দীপংকরকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২৩
কেন্দ্রীয় আ. লীগের সদস্য হওয়ায় এমপি দীপংকরকে সংবর্ধনা

রাঙামাটি: কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য মনোনীত হওয়ায় রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপিকে সংবর্ধনা দিয়েছে জেলা আওয়ামী লীগ।  

বুধবার (০৪ জানুয়ারি) দুপুরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য অংসুইসাইন চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এমপি দীপংকর তালুকদার বলেন, আগামী সংসদ নির্বাচনে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। চারদিকে দেশ বিরোধীরা ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্রতিহিত করতে হলে আমাদের সজাগ থাকতে হবে। এজন্য তিনি নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ