ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাঁচ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
পাঁচ ঘণ্টা পর সৈয়দপুরে বিমান চলাচল শুরু

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় পাঁচ ঘণ্টা পর বিমান উঠানামা চালু হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর পৌনে ২টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে রানওয়ে এলাকায় দৃষ্টিসীমা কম থাকায় সকাল ৯টা থেকে এ কার্যক্রম বন্ধ ছিল।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ইনচার্জ লোকমান হোসেন জানান, শনিবার সকাল ৯টার দিকে বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। দুপুর ১২টায় দৃষ্টিসীমা বেড়ে দাঁড়ায় ৮০০ মিটার। পরবর্তী সময়ে কুয়াশা কেটে গেলে পৌনে ২টা থেকে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

লোকমান হোসেন আরও জানান, সকাল ৯টার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকায় দৃষ্টিসীমা ছিল মাত্র ৫০ মিটার। মৃদু শৈত্যপ্রবাহ বইছে। শীতের তীব্রতায় এ অঞ্চলের জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন।

এ বিষয়ে জেলার ডিমলা আবহাওয়া অফিসের ইনচার্জ সুবল চন্দ্র রায় জানান, জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।