ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ২ দিনের সাহিত্য মেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
নেত্রকোনায় ২ দিনের সাহিত্য মেলা 

নেত্রকোনা: নেত্রকোনায় শুরু হয়েছে দুইদিন ব্যাপী জেলা সাহিত্য মেলা। জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ মেলা হচ্ছে।

 

দুইদিনের মেলায় রয়েছে আলোচনা সভা, প্রবন্ধপাঠ, লেখক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।  

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে নেত্রকোনা জেলা পাবলিক হল প্রাঙ্গণে দুইদিনের মেলায় বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সাংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।  
পরে জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায়  উপস্থিত ছিলেন অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. শামীম খান।  

এছাড়া সভায় প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির পাণ্ডুলিপি সম্পাদক আবু শামস্ নূর মোহাম্মদ, স্বাধীনতা পুরষ্কারপ্রাপ্ত লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার, প্রাবন্ধিক অধ্যাপক মতীন্দ্র সরকার, অধ্যাপক সরোজ মোস্তফা, অ্যধাপক বিধান মিত্রসহ আন্যরা।  
আলোচনা সভা থেকে সবার মধ্যে পাঠের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।  

এ মেলায় ‘জেলার কথা সাহিত্য, নাটক, প্রবন্ধ ও অন্যান্য’ শীর্ষক তিনটি বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়।  
সেই প্রবন্ধ নিয়ে হয় আলোচনা। সভা শেষে লেখক কর্মশালার জন্য নাম নিবন্ধন ও সন্ধ্যায় পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ