ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওভারব্রিজ হিসেবে ব্যবহার করা যাবে মেট্রো স্টেশনগুলো 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
ওভারব্রিজ হিসেবে ব্যবহার করা যাবে মেট্রো স্টেশনগুলো 

স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করল বাংলাদেশ। মেট্রোরেল ঘিরেই মানুষের সব আগ্রহ গত কয়েক দিন ধরে।

কী সুযোগ-সুবিধা আছে, কী নেই এই নিয়ে আলোচনা চারদিকে।  

রাজধানীর উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত পুরো ২১.২৬ কিলোমিটার পথে মোট ১৭টি মেট্রো স্টেশন থাকবে। এসব স্টেশন ব্যবহার করে সাধারণ পথচারীরা রাস্তা পার হতে পারবেন। তবে মেট্রো রেলের ‘পেইড জোন’ এলাকায় পথচারীরা প্রবেশ করতে পারবেন না।

মেট্রোরেল কর্তৃপক্ষ বলছে, প্রতিটি স্টেশনে ‘কনকোর্স লেভেল’ থাকবে।

কনকোর্স লেভেলে ওঠার জন্য প্রতিটি স্টেশনে সিঁড়ি, লিফট ও অ্যাসকেলেটর থাকবে। এই সিঁড়ি, লিফট ও অ্যাসকেলেটর ব্যবহার করে শুধু মেট্রো ট্রেন চলাচলকালে কনকোর্স লেভেল দিয়ে রাস্তার এপার থেকে ওপারে যাওয়া যাবে।

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা ১৫ নম্বর সেক্টরের খেলার মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশগ্রহণের আগে সেখানে দেশের প্রথম মেট্রোরেল- এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশের উদ্বোধনী ফলক উন্মোচন করেন।  মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁও যাওয়া যাবে মেট্রোতে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ