ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে নারীসহ ৫ মাদক কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
রাজধানীতে নারীসহ ৫ মাদক কারবারি আটক

ঢাকা: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ৩ হাজার ২২৫টি ইয়াবাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১০।

শনিবার (২৪ ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাবের পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

সহকারী পুলিশ সুপার (এএসপি, র‍্যাব-১০) এনায়েত কবীর সোয়েব জানান, দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫ লাখ ৫ হাজার ৫০০ টাকা মূল্যের ১ হাজার ৬৮৫টি ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করা হয়।  

আটকরা হলেন- আল আমিন বেপারী (২৫), সায়াদ হাসান শুভ (২৪), রত্মা আক্তার (২৭) ও সুলতানা আক্তার (২৮)।

এছাড়া, যাত্রাবাড়ী থানার জনপথ মোড় এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৪ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ১ হাজার ৫৪০টি ইয়াবাসহ ফরিদ আহম্মেদ ওরফে ফরিদ শেখ (২৫) নামে একজনকে আটক করা হয়।

এই র‍্যাব কর্মকর্তা বলেন, আটকরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।  

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
পিএম/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।