ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

গুনাহ মাফ আর মহামারি থেকে মুক্তি কামনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, মে ৩, ২০২২
গুনাহ মাফ আর মহামারি থেকে মুক্তি কামনা নামাজের পর দোয়া করা হয়, ছবি: জিএম মুজিবুর রহমান

ঢাকা: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা শেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করে গুনাহ মাফ আর মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির প্রার্থনা করা হয়েছে।

মঙ্গলবার (৩ মে) পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজ শেষে এ প্রার্থনা করা হয়।

এসময় দেশজুড়ে বিভিন্ন স্থান থেকেও ঈদের নামাজ শেষে আল্লাহর কাছে একই ধরনের দোয়া করা হয়।

প্রার্থনায় সবার সুস্থতা কামনা, পরিবার-পরিবার হেফাজত, ইমানি ও বরকতময় জীবন, দেশ ও জাতির জন্য রহমত, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াত ও রহমত দান, কবরবাসীদের জন্য ক্ষমা, পৃথিবীর মুসলমানদের জন্য রহমত, মহামারি থেকে মুক্তি ও উম্মতে মুহাম্মাদিদের জন্য খাস রহমত প্রার্থনা করা হয়।

সকালে ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন মসজিদে। সকালের আবহাওয়া ভালো থাকায় কোনো সমস্যা হয়নি বলেই জানান তারা।

বাংলাদেশ সময়: ০৮০৬ ঘণ্টা, মে ০৩, ২০২২
এইচএমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।