ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো চন্দ্রপাড়া ওরস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
মুসলিম উম্মাহর শান্তি কামনায় শেষ হলো চন্দ্রপাড়া ওরস

ফরিদপুর: মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে ফরিদপুরের চন্দ্রপাড়া দরবার শরীফের বাৎসরিক ওরস।

প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে ওরস শরীফে লাখো ভক্তের অংশগ্রহণে আখেরি মোনাজাত পরিচালনা করেন গদীনশীন পীর সৈয়দ কামরুজ্জামান মোজাদ্দেদী।

দরবার শরীফের অফিস প্রধান মাহাবুবুর রহমান জানান, সদরপুর উপজেলার চন্দ্রপাড়া পাক দরবার শরীফের দুই দিনব্যাপী বাৎসরিক এ ওরস শরীফ মঙ্গলবার (১৪ জানুয়ারি) বাদ যোহর পবিত্র কোরআন তেলোয়াত, মিলাদ মাহফিল, জিকির ও বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়।



বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর হজরত শাহ্ সুফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদের রওজা জিয়ারত শেষে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মত এবারও ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে সড়ক ও নৌ পথে বিপুল সংখ্যক ভক্ত এসে চন্দ্রপাড়া দরবার প্রাঙ্গণে জমায়েত ও আখেরি মোনাজাত শেষে নিজ নিজ গন্তব্যে ফেরত গেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।