ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইসলাম

ইন্দোনেশিয়ার বইমেলায় কোরআনের পাঁচ হাজার পাণ্ডুলিপি

ইসলাম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৯
ইন্দোনেশিয়ার বইমেলায় কোরআনের পাঁচ হাজার পাণ্ডুলিপি ইন্দোনেশিয়ায় চলমান আন্তর্জতিক বইমেলা। ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ায় চলছে আন্তর্জাতিক বইমেলা। সেখানে বিভিন্ন ভাষায় অনুদিত পবিত্র কোরআনের পাঁচ হাজারের অধিক পাণ্ডুলিপি উপস্থাপন করা হয়েছে। কোরআন উপস্থাপনায় সৌদির ইসলাম, দাওয়াহ ও দিক-নির্দেশনা  বিষয়ক মন্ত্রণালয় সার্বিক কাজ করেছে। 

বুধবার (০৪ সেপ্টেম্বর) মেলাটি শুরু হয়েছে। সৌদি আরবের স্টলে কোরআনের পাণ্ডুলিপিগুলো উপস্থাপন করা হয়েছে।

পাণ্ডুলিপিগুলো সৌদির পবিত্র মদিনা মুনাওয়ার কিং ফাহাদ কোরআন প্রিন্ট সেন্টার থেকে প্রকাশ করা হয়েছে।

মেলায় সৌদি কর্তৃপক্ষের অংশ নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, মুসলিম উম্মাহর বিবিধ সেবার জন্য বই প্রকাশনা কেন্দ্র ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক কেন্দ্রগুলির সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং সম্পর্ক তৈরি।

এছাড়াও মেলায় উলুমুল কোরআনের (কোরআনের  বিষয়-বিজ্ঞান) গ্রন্থাদি ও অন্যান্য ধর্মীয় বই রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) মেলার শেষ দিন।

ইসলাম বিভাগে আপনিও লিখতে পারেন। লেখা ও প্রশ্ন পাঠাতে মেইল করুন: [email protected]

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৯
এমএমইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।